এ প্রতিষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে সুপরিকল্পিত পাঠ্যক্রম, সহ–পাঠ্যক্রম কর্মসূচির যথাযথ বাস্তবায়নের মাধ্যমে ছাত্রদের শারীরিক ও মানসিক গুণাবলীর সর্বোচ্চ উৎকর্ষ সাধন যাতে তারা সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারে এবং ভবিষ্যতে দেশ ও জাতিকে উপযুক্ত নেতৃত্ব দিতে পারে। অভীষ্ট লক্ষ্য অর্জনে এ প্রতিষ্ঠানের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে অভিজ্ঞ, প্রশিক্ষিত ও নিবেদিত প্রাণ শিক্ষকমন্ডলী, অত্যাধুনিক পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান ল্যাব ও ব্যবহারিক ক্লাস এবং অত্যাধুনিকস্মার্ট ক্লাস রুম। । এ প্রতিষ্ঠানে রয়েছে আধুনিক তথ্য ও বইসমৃদ্ধ লাইব্রেরি; যেখানে আছে পাঠ্যবইয়ের পাশাপাশি বিভিন্ন বই। প্রতিষ্ঠানটি সম্পূর্ণভাবে রাজনীতিমুক্ত এবং প্রকৃতিগতভাবে সাবলীল একটি আবাসিক প্রতিষ্ঠান।
‘’রহিমা মোজাফ্ফর আইডিয়াল গার্লস স্কুল এন্ড কলেজ’’ নারী শিক্ষায় অনন্য অগ্রণী ভূমিকা পালনকারী একটি ব্যতিক্রমধর্মী প্রতিষ্ঠান। এই কলেজের শিক্ষার্থীদেরকে আধুনিক শিক্ষার ছোঁয়ায় ও বিজ্ঞান সম্মত পদ্ধতিতে পাঠদান করা হয়। এ প্রতিষ্ঠানের প্রধান লক্ষ্য বিশ্বায়ন ও একাবিংশ শতাব্দির চেলেঞ্জ মোকাবেলায় তাত্ত্বিক শিক্ষাকে বাস্তবতার সাথে সমন্বয় করে পাঠদানের মাধ্যমে শিক্ষার্থীদের যোগ্য করে গড়ে তোলা।অত্র প্রতিষ্ঠানটি Academic calendar and course plan অনুযায়ী টার্ম পদ্ধতিতে শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়।এখানে নিয়মিতভাবে ক্লাস টেস্ট, মাসিক পরীক্ষা, ও পর্ব পরীক্ষা গ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের চুড়ান্ত সাফল্যের লক্ষ্যে প্রস্তুত করা হয়। এখানে একজন শিক্ষার্থীকে কেবল পুঁথিগত শিক্ষায় সীমাবদ্ধ না রেখে সামগ্রিক বিকাশের লক্ষ্যে সুশিক্ষিত ও স্বশিক্ষিত করা হয়, যাতে একজন শিক্ষার্থী জীবনের প্রতিটি ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত হতে পারে।
‘’রহিমা মোজাফ্ফর আইডিয়াল গার্লস স্কুল এন্ড কলেজে’’ আছে একদল নিবেদিতপ্রাণ ও কর্মচঞ্চল আদর্শ শিক্ষক। শিক্ষার্থীরা তাঁদের আন্তরিক সহযোগিতা ও সংস্পর্শে খুঁজে পায় সঠিক পথের দিশা। উন্নিত শিক্ষার পরিবেশ সৃষ্টির জন্য প্রায়ই দেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সুনামখ্যাত শিক্ষকদের কলেজে আমন্ত্রনের মাধ্যমে শিক্ষা সম্পুরক সেমিনার অনুষ্ঠিত হয়। শিক্ষা সম্পুরক কার্যক্রম হিসেবে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা, সাংস্কৃতিক সপ্তাহ ইত্যাদি কার্যক্রম সারা বছর অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীদের ও শিক্ষক উভয়েই তাদের মানসিক উন্নয়নের সহায়তা পায়। অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পরীক্ষায় বিস্ময়কর সাফল্য প্রদর্শন করে আসছে। এছাড়া কলেজ ক্যাম্পাসের ভেতরেই একটি ছাত্রী হোস্টেল চালু হবে আশা করা হচ্ছে। সামগ্রিক বিচারে, ‘’রহিমা মোজাফ্ফর আইডিয়াল গার্লস স্কুল এন্ড কলেজ’’ হচ্ছে দেশের এমন একটি আদর্শ বিদ্যাপিঠ, যেখানে শিক্ষক ও শিক্ষার্থীদের মূল উদ্দেশ্য হলো জ্ঞানার্জন ও অর্জিত জ্ঞান বাস্তবে প্রয়োগ করে কর্মক্ষেত্রে সাফল্য লাভ করা এবং সমাজ ও জাতীয় উন্নয়নে অবদান রাখা।
নব্বই দশকের শেষদিকে ইঞ্জিনিয়ার মোঃ মোজাফ্ফর হোসেন এম.পি মহোদয় মনে-প্রাণে স্বপ্ন দেখতে থাকেন দক্ষিন জামালপুরে একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ার। এরই অংশ হিসেবে রশিদপুর ইউনিয়নের তুলসীপুরে এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু করেও বিভিন্ন কারণবশতঃ প্রতিষ্ঠা করতে পারেনি। একই সময়ে উনার পরম শ্রদ্ধেয় শিক্ষক মরহুম সাদেক আলী মাষ্টার ১৪ নং দিগপাইত ইউনিয়ন এলাকার একটি বিশেষায়িত নারী শিক্ষা প্রতিষ্ঠান গড়ার জন্য প্রস্তাব পেশ করেন। এরই ধারাবাহিকতায় ১৯৯৮ সালের নভেম্বর মাসে ‘রহিমা মোজা্ফর আদর্শ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়’ নামে প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে। পরবর্তীতে মাধ্যমিক শাখাটিও বোর্ড কর্তৃক অনুমোদিত হয়। জনাব মোঃ ইঞ্জিনিয়ার মোজাফ্ফর এম.পি মহোদয়ের সাথে উক্ত প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় যারা অগ্রণী ভূমিকা রাখেন তাদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস সাত্তার মাষ্টার, মরহুম আব্দুল করিম মাষ্টার, মরহুম কুব্বাত আলী মাষ্টার, মরহুম আব্দু্ল্লাহেল বাকী, আব্দুল কদ্দুছ ও আজীবন দাতা সদস্য মরহুম তোফাজ্জল হোসেন। ১৯৯৮ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত প্রতিষ্ঠানটি সুনামের সহিত দক্ষিন জামালপুরে নারী শিক্ষা বিস্তারে অগ্রনী ভূমিকা পালন করে। ২০১৫ সালে ‘’রহিমা মোজাফ্ফর আদর্শ বালিকা বিদ্যালয়টি’’ নবরুপে ‘’ রহিমা মোজাফ্ফর আইডিয়াল গার্লস স্কুল এন্ড কলেজ ৫২ জন জন শিক্ষার্থী নিয়ে কলেজ শাখাটি যাত্রা শুরু করে। সময়ের পরিক্রমায় প্রতিষ্ঠানটিতে স্কুল শাখায় প্রায় এক হাজার এবং কলেজ শাখায় প্রায় পাঁচশত জন শিক্ষার্থী অধ্যায়নরত আছে। ‘’ রহিমা মোজাফ্ফর আইডিয়াল গার্লস স্কুল এন্ড কলেজ’’ একটি ব্যতিক্রম ধর্মী নারী শিক্ষা প্রতিষ্ঠান। তাত্ত্বিক শিক্ষার সাথে ব্যবহারিক শিক্ষার সমন্বয় করে শিক্ষাদান করাই এ প্রতিষ্ঠানের মূখ্য উদ্দেশ্য সেই সাথে রয়েছে শৃঙ্খলা, আদর্শ , নিয়মানুবর্তীতার সুষ্ঠ অনুশীলন এবং অনুশাসন। ফলশ্রুতিতে মাত্র কয়েক বছরেই “রহিমা মোজাফ্ফর আইডিয়াল গার্লস স্কুল এন্ড কলেজ” এর শিক্ষার্থীদের ফলাফল অভাবনীয় পর্যায়ে। বোর্ড ও বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় ঈর্ষনীয় ফলাফল তারই প্রমান দিচেছ।